আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৮ রান তুলেছে আফগানিস্তান। ইনিংসের নায়ক আফগান ওপেনার সেদিকুল্লাহ আতাল, শুরুতে একাধিকবার জীবন পেয়েও শেষ পর্যন্ত অপরাজিত থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন।ইনিংসের প্রথম ওভারেই ক্যাচ তুলে দিয়েছিলেন আতাল। কিন্তু সেটি ফেলে দেন হংকংয়ের ফিল্ডাররা। এরপর আরও কয়েকবার তিনি জীবন পান। সুযোগগুলো কাজে লাগিয়ে ৫২ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যাতে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। হাফসেঞ্চুরির পর তিনি আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।তবে আতালের ঝড়ের আগে ইনিংসের গতি বদলে দেন মোহাম্মদ নবী ও আজমাতউল্লাহ ওমরজাই। নবী ২৬ বলে করেন ৩৩ রান, আর আজমাতউল্লাহ মাত্র ২১ বলে খেলেন ৫৩ রানের ঝোড়ো ইনিংস, যেখানে ছিল ৫টি ছক্কা। এই জুটিগুলোই আতালের ইনিংসকে...