দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় নিউজপোর্টাল রাইজিংবিডিডটকম-এ ‘বিরামপুরে অনুমোদন ছাড়াই চলছে ২ স্বাস্থ্যকেন্দ্র’ শিরোনামে সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।আরো পড়ুন:দিনে জরিমানা করায় রাতের তোলা হয় বালুসিলেটে অবৈধভাবে বালু উত্তোলন, ১৪ জনের কারাদণ্ড বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে চারটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়। স্বাস্থ্য বিভাগের অনুমোদনপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় পেপার না থাকায় এ সব প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিরামপুর স্কয়ার হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার, গ্রামীণ আই এন্ড হেল্থ কেয়ার...