বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ (মঙ্গলবার) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করেছেন। তার এ অভিযোগকে ‘গাঁজাখুরি গল্প’ আখ্যা দিয়েছেন মির্জা আব্বাস। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এক প্রেস ব্রিফিংয়ে আবু বাকের মজুমদার অভিযোগ করে বলেন, ‘মির্জা আব্বাস ডাকসু নির্বাচনের কোনো কিছুর সঙ্গে সংশ্লিষ্ট না। কিন্তু তিনি আজকে এখানে প্রবেশ করা মানে একটা ভিন্ন বার্তা যাচ্ছে দেশবাসীর কাছে। মির্জা আব্বাসের আজকে ক্যাম্পাসে প্রবেশ করার কোনো সুযোগ নেই, রাইট (অধিকার) নেই। প্রবেশ করেছেন কেন, এটা সবচেয়ে বড় প্রশ্ন।’ আরও পড়ুনআরও পড়ুনডাকসুতে শেষ মুহূর্তে ভারতীয় ষড়যন্ত্র রুখে দেবে শিক্ষার্থীরা: জুলাই ঐক্য বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়েছিলেন কি না তা জানতে চাইলে মির্জা আব্বাস গণমাধ্যমকে বলেন, ‘এইমাত্র...