০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ পিএম গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে আদুরী খাতুন নামের তিন বছরের এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামে। অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নিহত আদুরী বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এরই এক পর্যায়ে নিহতের মা তার অন্য আরেক শিশু সন্তানকে গোসলের জন্য ব্যস্ত হয়ে পড়েন।সেই সময় আদুরী মায়ের অনুপস্থিতিতে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ বড় মেয়ে আদুরীর দেখা না পেয়ে মা বাড়ির আশেপাশের প্রতিবেশির বাড়িতে খোঁজাখুজির শেষে পুকুর পাড় দিয়ে আসার সময় তার মেয়ের ভাসমান দেহ দেখতে পেয়ে দ্রুত পুকুর থেকে উদ্ধার কওে তাৎক্ষনিক ভাবে গ্রামের প্রচলিত চিকিৎসা প্রদান করেও বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় পানিতে ডুবে শিশু...