০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম কাতারে ‘বিশ্বাসঘাতক’ ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির সিনিয়র কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন যে, সংযুক্ত আরব আমিরাত ‘আমাদের ভাই কাতারের সাথে আন্তরিকভাবে দাঁড়িয়েছে’। ‘আরব উপসাগরীয় দেশগুলির নিরাপত্তা অবিভাজ্য,’ গারগাশ বলেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে তার দেশ ‘এই আগ্রাসন মোকাবেলায় (কাতারের) সাথে পূর্ণ সংহতি প্রকাশ করছে’। এর আগে ইসরাইল জানিয়েছে, তারা কাতারে হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরাইলি নিরাপত্তা বাহিনী আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, তারা হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে আইডিএফ ও আইএসএ 'সুনির্দিষ্ট হামলা' চালিয়েছে। তবে ঠিক কোথায় হামলা চালানো হয়েছে, তা ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি। হামাস জানিয়েছে, হামাসের যে নেতারা দোহায় ইসরাইলের সাথে আলোচনায় অংশ নিয়েছিলেন, তাদের লক্ষ্য...