০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম মঙ্গলবার লাদাখের সিয়াচেন বেস ক্যাম্পে এক ভয়াবহ তুষারধস হয়। তাতেই নিহত হন তিন ভারতীয় সেনা সদস্য। সূত্রের খবর, বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে উদ্ধার অভিযান চলছে। ওই সেনারা ছিলেন মাহার রেজিমেন্টের। তারা গুজরাত, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের বাসিন্দা। অন্তত ঘণ্টা পাঁচেক তিন সেনা সদস্য আটকে ছিলেন বরফের নীচে। হয়তো মনে মনে আশা করেছিলেন কেউ না কেউ ঠিক আসবে উদ্ধার করবে। কিন্তু কেউ যায়নি। তাই ঘণ্টা পাঁচেকের মাথায় তারা মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইতিমধ্যেই একজন সেনা ক্যাপ্টেনের দেহ উদ্ধার করা হয়েছে। নিয়ন্ত্রণ রেখার উত্তর প্রান্তে প্রায় ২০,০০০ ফুট উচ্চতায় অবস্থিত সিয়াচেন হিমবাহে তুষারধস অত্যন্ত সাধারণ ব্যাপার। সেখানে কর্মরত সেনা জওয়ানরাও তাই প্রকৃতির এই ভয়ঙ্কর রূপের সঙ্গে পরিচিত। সিয়াচেনে এমনিতেই তাপমাত্রা -৬০...