নেপালে সরকারবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে কাঠমাণ্ডু। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কারফিউ ভেঙে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে পড়েছে।এর ফলে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থগিত রয়েছে। এই অবস্থায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরার পরিকল্পনা আটকে যায়। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বুধবার সকাল ৯টায় একটি বিশেষ ফ্লাইটে জামাল ভূঁইয়াদের দেশে ফেরানোর চেষ্টা চলছে। আর সেই ফ্লাইটেই ফিরতে পারেন বাংলাদেশি সাংবাদিকেরাও। আজ বিকেলে জাতীয় দলের নির্ধারিত ফ্লাইট বাতিল হয় উত্তপ্ত পরিস্থিতির কারণে। টি-স্পোর্টসের সাংবাদিক মমিন রোহন জানান, আন্দোলনকারীরা দলের হোটেল ক্রাউন ইম্পেরিয়ালের ফটক ভাঙচুরের চেষ্টা চালায়। ভুল ধারণা থেকে তারা ভেবেছিল হোটেলে সরকারপন্থীরা অবস্থান করছে। পরে হোটেল কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দেয়। তবে কিছুক্ষণ পর হোটেলের পাশের এক রাজনীতিবিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ফেসবুকে একটি...