ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ কর্মসূচি ১২ ঘণ্টা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ অবরোধ চলে। পুনরায় বুধবার সকাল ৮ থেকে অবরোধ কর্মসূচি শুরু করা হবে বলে জানা গেছে। মঙ্গলবার সকাল থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা গোলচত্বরের আশপাশসহ ৯টি স্থানে টায়ার জ্বালিয়ে এবং গাছ ফেলে বিভিন্ন স্থানে অবস্থান করেন স্থানীয় জনতা। এতে ২১ জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে প্রায় ২৫ কিলোমিটার মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। হাজার হাজার অবরোধকারীর কারণে সব ধরনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। মহাসড়কে আন্দোলন চলাকালে এলাকা ঘুরে দেখা যায়, হাজারো জনতা ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, মাধবপুর বাসস্ট্যান্ড এবং ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা ‘ভাঙ্গার...