কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (৯ সেপ্টেস্বর) দূতাবাসের বিজ্ঞপ্তিতে এ তত্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দোহায় ইসরায়েলের মিসাইল হামলায় উদ্ভূত পরিস্থিতিতে কাতারে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। জরুরি প্রয়োজন ব্যতীত বাইরে না যাওয়ার এবং অযথা বাইরে চলাফেরা না করার আহ্বান জানানো হচ্ছে। এ বিষয়ে কাতারের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের নির্দেশনা অনুযায়ী চলাচলের জন্য সবাইকে...