চট্টগ্রাম নগরীতে আবুল খায়ের গ্রুপের পরিবেশকের ২০ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিলে শাহ আলম নামে ওই ব্যবসায়ীর এক কর্মচারীকে কুপিয়ে আহত করা হয়।পরে পুলিশ ধাওয়া দিলে দুর্বৃত্তরা তাদেরও কোপানোর চেষ্টা করে ও গুলি ছোড়ে। তবে স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে এক দুর্বৃত্তকে ধরে ফেলে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করে।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে নগরীর চান্দগাঁও থানার মোহরা কাজীরহাট এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।ঘটনার শিকার রফিক আহমদ আবুল খায়ের গ্রুপের ভোগ্যপণ্য পরিবেশক প্রতিষ্ঠানের মালিক। আহত কর্মচারী মো. শাহ আলম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।রাজবাড়ীতে হঠাৎ গায়েব ইমাম-মুয়াজ্জিনরাপুলিশ জানায়, সকালে নগদ ২০ লাখ টাকা নিয়ে নগরীর কাজীরহাটে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান রফিক আহমদ। তিনি ও শাহ আলম মিলে প্রতিষ্ঠানের গেট খোলার সময় একদল দুর্বৃত্ত এসে রফিকের...