শেয়ার দর বাড়া-কমা নিয়ে আগাম ঘোষণা দেওয়া কিছু ফেইসবুক পেইজ ও গ্রুপের বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, এসব পেইজ ও গ্রুপ থেকে শেয়ার দর নিয়ে ‘লোভনীয় প্রস্তাবের’ মাধ্যমে ‘প্রতারণামূলক’ কার্যক্রম চালানো হচ্ছে। এসব পেইজ ও গ্রুপের নামও প্রকাশ করেছে বিএসইসি। ১১টির মধ্যে তিনটি পেইজ এবং আটটি গ্রুপ হিসেবে পরিচালিত। >> শখের শেয়ার বাজার (https://www.facebook.com/profile.php?id=61579790072044) >> বিডি স্টক এক্সচেঞ্জ (ডিএসই অ্যান্ড সিএসই) https://www.facebook.com/groups/391580888653809/) >> মমিন ডিএসই (https://www.facebook.com/groups/391580888653809/user/100016058347627/) >> আশাকা রাসুল নোমানি (https://www.facebook.com/groups/391580888653809/user/100008105401350/) >> শেয়ার মার্কেট সাকসেস স্ট্রাটেজিস (https://www.facebook.com/groups/391580888653809/user/61 574056896483/) >> বাজার বিশ্লেষণ (https://www.facebook.com/profile.php?id=61579257136367) >> আশিকুর রহমান আশিক (https://www.facebook.com/asikura rahamana asika.371807) >> আনিকা সারাহ (কনসালটেন্সি অ্যাসেট ম্যানেজমেন্ট); https://www.facebook.com/anika sarah. 142) >> পাবলিক বিজনেস ক্লাব (https://www.facebook.com/groups/1421914744614689/) >> প্ল্যান্ড ইনভেস্টমেন্ট (https://www.facebook.com/groups/1768873286596084/)...