সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঁজিবাজারের কোম্পানিগুলোর শেয়ার দরের লোভনীয় প্রস্তাব দিয়ে নানা কৌশলে বিনিয়োগকারীদের পুঁজি হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এমন অভিযোগের সত্যতা পেয়ে সেইসব প্রতারক থেকে বিনিয়োগকারীদেরকে সতর্ক থাকার আহবান জানাল বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামকে এ তথ্য নিশ্চিত করেছে। আবুল কালাম জানান, ফেসবুকে প্রাথমিক অনুসন্ধানে বেশকিছু ফেসবুক পেজ, ব্যক্তিগত পরিচিতি এবং গ্রুপের সন্ধান পাওয়া গেছে। যেগুলো এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত। সংশ্লিষ্ট পেজ, পরিচিতি ও গ্রুপের নাম এবং লিংক নিচে তুলে ধরা হলো: শখের শেয়ার বাজারhttps://www.facebook.com/profile.php?id=61579790072044, BD STOCK EXCHANGE (DSE & CSE)https://www.facebook.com/groups/391580888653809/, Momin Dsehttps://www.facebook.com/groups/391580888653809/user/100016058347627/, Ashakaa Rasul Noomanihttps://www.facebook.com/groups/391580888653809/user/100008105401350/, শেয়ার মার্কেট সাকসেস স্ট্র্যাটেজিসhttps://www.facebook.com/groups/391580888653809/user/61574056896483/, বাজার বিশ্লেষণhttps://www.facebook.com/profile.php?id=61579257136367, আশিকুর রহমান আশিকhttps://www.facebook.com/asikura.rahamana.asika.371807, Anik Sarah (Consultancy Assetmanagement)https://www.facebook.com/anika.sarah.142, PUblic BUSINESS CLUBhttps://www.facebook.com/groups/1421914744614689/, Planned Investmenthttps://www.facebook.com/groups/1768873286596084/, Caleb Wrighthttps://www.facebook.com/profile.php?id=61579983105760। এসব...