ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দিনভর শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষ হলেও রাতে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়েছে। ছাত্রদলের অভিযোগ, ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে অবস্থান নিয়ে আছে সশস্ত্র জামায়াতে ইসলামীর কর্মীরা। আর ছাত্র শিবির প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের বিরুদ্ধে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ করছে। সন্ধ্যার পর প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক জানান, সন্ধ্যার পর ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান টিএসসি কেন্দ্রে ভোট গণনা দেখতে যান। এ সময় তাকে গেটেই আটকে দেওয়া হয়। এ নিয়ে সেখানে কিছুক্ষণ কর্মকর্তাদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের হট্টগোল হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রদল। এ সময় মিছিল থেকে ‘ভোট চোর, ভোট চোর, প্রশাসন ভোট চোর’, ‘স্বৈরাচার আর রাজাকার, মিলে মিশে একাকার’ স্লোগান দিতে দেখা যায়।...