ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আটটি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে কার্জন হল কেন্দ্রে। বিজ্ঞান অনুষদের তিনটি হল এই কেন্দ্রে ভোট দিয়েছে।এই কেন্দ্রে মোট ৫ হাজার ৭৭ ভোটারের বিপরীতে ৮৭ দশমিক ৩৪ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে সবচেয়ে কম ভোট পড়েছে ইউল্যাব স্কুল কেন্দ্রে। এখানে শামসুন নাহার হলের ৪ হাজার ৯৬ জন ভোট দিয়েছেন। এই কেন্দ্রে ভোট পড়েছে ৬৩ শতাংশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) কেন্দ্রে ভোট দিয়েছেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। এ কেন্দ্রে মোট ভোটার ৫ হাজার ৬৬৫ জন। কেন্দ্র প্রধান শামসুন নাহার হলের প্রভোস্ট নাসরীন সুলতানা বলেছেন, এখানে ভোট দিয়েছেন ৩ হাজার ৯০৭ জন, যা প্রায় ৬৯ শতাংশ। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিজয় একাত্তর...