পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের একটি গ্রামে রুশ বিমান হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯ জন।স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, নিহতরা ছিলেন ‘সাধারণ বেসামরিক মানুষ’ যারা ইয়রোভা গ্রামের একটি কেন্দ্রে পেনশন তুলতে এসেছিলেন। অঞ্চলটির প্রধান ভাদিম ফিলাশকিন জানান, ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন এবং স্থানীয়দের ‘নিরাপদ এলাকায় সরে যেতে’ আহ্বান জানানো হয়েছে। ইয়রোভা দোনেৎস্কের গুরুত্বপূর্ণ শহর স্লোভিয়ানস্কের উত্তরে অবস্থিত এবং এটি রুশ ফ্রন্টলাইনের মাত্র কয়েক কিলোমিটার দূরে। ধীরে ধীরে অগ্রসরমান রুশ বাহিনীর কারণে এলাকা দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এ হামলায় নিহতের সংখ্যা সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে ইউক্রেনে বেসামরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলার একটি হতে পারে। এর আগে গত আগস্টের শেষে কিয়েভে রাতভর বিমান...