ভারতের ছোট-বড় দুই পর্দারই জনপ্রিয় অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সিনেমা 'রক্তবীজ ২' আসছে পূজায়। অনন্যার অভিনয়ের বয়স বেশি না। তবে অভিনয়ে তার নেশা হলেও পেশা হিসাবে তিনি বেছে নিয়েছেন সমাজসেবামূলক কাজ। অনন্যা দক্ষিণ কলকাতার একজন কাউন্সিলর। অভিনয়ের পাশাপাশি তিনি জনগণের সেবক হিসাবেও সমানতালে কাজ করে যাচ্ছেন। অনন্যা বন্দ্যোপাধ্যায় বড়পর্দায় প্রথম পা রাখেন দেবের ‘প্রধান’ সিনেমার মাধ্যমে। সেখানেই প্রথম তিনি পুলিশ আধিকারিক হয়েছিলেন। মাঝে ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’তেও তাকে একই ভূমিকায় দেখা গেছে। ‘রক্তবীজ ২’-এ রাজনীতিবিদ-অভিনেত্রীর অভিনয়ের নেপথ্য কারণ যদিও অভিনব। ২০১২ সালের ঘটনা। তদানীন্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ হয়েছিল। অনেকটা সময় নিয়ে রাষ্ট্রপতি ভবন দেখেছিলেন তিনি। ওর আপ্তসহায়ক নিজে সবটা ঘুরিয়ে দেখিয়েছিলেন। তাই ‘রক্তবীজ ২’-এ অভিনয়ের প্রস্তাব আসতেই তিনি সানন্দে রাজি হন। এ ছাড়া নন্দিতা-শিবপ্রসাদের ‘বহুরূপী’র প্রচারেও নানাভাবে ছিলেন...