জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য জালিয়াতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে বেসরকারি প্রতিষ্ঠান ডিজিকনের তিন কোম্পানির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে দুটি কোম্পানির কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে দুদকের প্রধান কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন সংস্থার উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম। অভিযুক্ত কোম্পানি তিনটি হলো ডিজিকন টেলিকমিউনিকেশন লিমিটেড, ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড ও ডিজিকন টেকনোলজিস পিএলসি। এর মধ্যে মিরপুরের ১২ নম্বরে ডিজিকন টেকনোলজিস কার্যালয়ে অভিযান চালায় দুদক। দুদকের উপ-পরিচালক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, অভিযানে দেখা যায় তিনটি প্রতিষ্ঠানের মধ্যে দুটি শুধু নামসর্বস্ব এবং বাস্তবে তাদের কোনো কার্যক্রম বা অস্তিত্ব নেই। তবে একটি প্রতিষ্ঠান ডিজিকন টেকনোলজিস বর্তমানে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং কলসেন্টার চালু রয়েছে। অভিযান চলাকালে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে দুদকের কর্মকর্তারা।...