কাতারের ওপর ইসরাইলি আক্রমণের পর মধ্যপ্রাচ্যের দেশগুলো এককভাবে এবং সমন্বিতভাবে নিন্দা প্রকাশ করেছে। কাতার এটিকে ‘কপট’ হামলা হিসেবে আখ্যায়িত করেছে, আর সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও সৌদি আরবও কাতারের প্রতি সম্পূর্ণ সমর্থন প্রকাশ করেছে। কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারী বলেন, ‘হামলা কয়েকজন হামাস রাজনৈতিক ব্যুরোর সদস্যদের বসবাসের ভবনকে লক্ষ্য করেছে’। Statement | Qatar Strongly Condemns Israeli Strikes on Several Sites in Syria#MOFAQatarpic.twitter.com/CjYS7P1wDv— Ministry of Foreign Affairs - Qatar (@MofaQatar_EN)September 9, 2025 Statement | Qatar Strongly Condemns Israeli Strikes on Several Sites in Syria#MOFAQatarpic.twitter.com/CjYS7P1wDv তিনি এটিকে ‘সমস্ত আন্তর্জাতিক আইন ও নীতির নগ্ন লঙ্ঘন এবং কাতারি নাগরিক ও দোহায় বসবাসকারীদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি’ হিসেবে বর্ণনা করেছেন। আনসারী আরও জানান, কাতার ‘এই অবিবেচক ইসরাইলি আচরণ, চলমান আঞ্চলিক নিরাপত্তা বিঘ্ন এবং...