চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সিএম সনদ ছাড়া পণ্য তৈরি ও বিক্রি করায় একটি আইসক্রিম ও বেকারি ফ্যাক্টরিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিকলবাহা চৌধুরী মসজিদ রোড ও কলেজ বাজার এলাকায় অভিযান চালিয়ে এ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএসটিআই চট্টগ্রামের ফিল্ড অফিসার জেরিন তাসনিম ও পরীক্ষক প্রিময় মজকুরী জয়। অভিযানে বিএসটিআই আইন ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ডের বিবিধ ধারায় নিউ পপুলার আইসক্রিম ফ্যাক্টরিকে ৩০...