বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ভোট গ্রহণ বিকেল ৪ টায় শেষ হয়েছে যথারীতি। তবে বিএনপির যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং জামাত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বাহিরের পথগুলোতে অবস্থান নিয়েছেন।মঙ্গলবার ভোট শেষে গণনা শুরু হয়। তবে বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রবেশপথে হঠাৎ করে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয় বিকেল তিনটার পর থেকে। রাত্রে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন), র্যাব ও বিজিবি সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুলিশের রায়ট কার, জলকামান প্রস্তুত রাখা হয়। পোষাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি ডিবি পুলিশের উপস্থিতিও বিদ্যমান প্রতিটি পয়েন্টে।সরেজমিনে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেলা তিনটার আগে থেকেই বিএনপির যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং জামাত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের পথগুলোতে অবস্থান নিয়েছেন। সন্ধ্যা আটটার পর থেকে বিভিন্ন...