রাজধানীর ডেমরার বামৈল মধ্যপাড়া এলাকায় মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগে কাশেম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে মঙ্গলবার আদালতে তোলার পর জেলহাজতে পাঠিয়েছেন বিচারক। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসায় এ হত্যাকাণ্ড হয়। নিহত যুবকের নাম বাকির হোসেন (২৫)। আজ বিকেলে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ‘নিহত বাকির হোসেন পেশায় একজন অটোরিকশা চালক এবং দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। গতকাল সোমবার রাতে মাদকের টাকা নিয়ে বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বাবা কাশেম ছেলেকে ধাক্কা...