গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোজে আলী হাওলাদারের বিরুদ্ধে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকাকালীন প্রতিষ্ঠানের টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ২ ঘণ্টা চলে এ অনুসন্ধান কার্যক্রম। পাঁচ সদস্যবিশিষ্ট দুদক টিমের অভিযানের নেতৃত্ব দেন মাদারীপুর সহকারী পরিচালক টিম লিডার আখতারুউজ্জামান ও উপসহকারী পরিচালক মো. সাইদুর রহমান। অভিযানের এনফোর্সমেন্ট টিম লিডার আখতারুউজ্জামান বলেন, গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজের মোজে আলী হাওলাদারের বিরুদ্ধে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকাকালীন নিয়মবহির্ভূতভাবে ৫ লাখ ৮৪ হাজার টাকা আত্মসাৎ ও কলেজটির দুই একর ৪৭ শতাংশ জমি বিধিবহির্ভূতভাবে এওয়াজ বদলের অভিযোগের বিষয়ে অভিযান পরিচালনা করে তদন্ত শেষে বিষয়গুলোর প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে জানায় দুদক। গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোজে আলী হাওলাদারের বিরুদ্ধে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকাকালীন...