০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ পিএম বাংলাদেশের পর্যটন ও হোটেল শিল্পে নতুন ইতিহাস সৃষ্টি করেছে গোল্ডস্যান্ডস গ্রুপ। দেশের সবচেয়ে বিশ্বস্ত, আস্থারযোগ্য এবং শীর্ষ হোটেল ডেভেলপার প্রতিষ্ঠান হিসেবে গোল্ডস্যান্ডস গ্রুপ আজ লাখো মানুষের ভালোবাসা ও বিশ্বাসের নাম। আজ কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের বিলাসবহুল হোটেল সফলভাবে হস্তান্তরের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রমাণ করেছে—তাদের প্রতিশ্রুতি কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাস্তবায়নের মধ্যেই তাদের গৌরব। একইসাথে গর্বের সাথে জানানো যাচ্ছে যে, এখন পরিচালনার জন্য প্রস্তুত। এ হোটেল দেশের পর্যটন খাতে যুক্ত করবে এক নতুন অধ্যায়, যেখানে প্রতিটি অতিথি পাবেন বিশ্বমানের আতিথেয়তা। গোল্ডস্যান্ডস গ্রুপের বিশেষত্ব হলো,প্রতিটি ক্লায়েন্ট প্রথমে নিজের চোখে প্রকল্প ঘুরে দেখেন, সবকিছু যাচাই-বাছাই করেন এবং সন্তুষ্ট হওয়ার পরই বিনিয়োগ করেন। এই স্বচ্ছতা, আস্থা ও সঠিক ডেলিভারি-ই আজ গোল্ডস্যান্ডস...