০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান মোল্যা বলেছেন, ইউনিয়ন থেকে খেলোয়াড় তৈরী হোক এবং জাতীয় দলে আমাদের অংশগ্রহণ বাড়ুক, ফরিদপুরের প্রতিনিধিত্ব বাড়ুক। তিনি আরও বলেন, য ফুটবলের নিয়ম মেনে খেললে দিন শেষে সুন্দর ফুটবল উপহার দেয়া যায়। সদরপুর উপজেলা প্রশাসন গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে খেলোয়াড়দের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ইউনিয়ন ভিত্তিক সদরপুর উপজেলা প্রশাসন গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় সদরপুর ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে প্রতিদ্বন্দ্বী ভাষাণচর ইউনিয়ন একাদশকে পরাজিত করে। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন ফরিদপুর জেলা প্রশাসক। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে এ সময়ে...