বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা নতুন নয়, যেখানে ক্ষমতাচ্যুত সরকারপ্রধানরা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। নেপালে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন। টানা বিক্ষোভ সহিংসতার মধ্যে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগের ঘোষণা দেন অলি। এরপর গুঞ্জন উঠেছে দেশ ছেড়েছেন তিনি, আশ্রয় নিচ্ছেন দুবাই, ভারত অথবা অন্যকোনো দেশে।যুক্তরাষ্ট্রের শিকাগো ইউনিভার্সিটির গবেষক আবদেল এসক্রিবা ও ড্যানিয়েল ক্রাকমারিক উল্লেখ করেছেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসকরা সাধারণত এমন দেশ বেছে নেন যেখানে ভাষা, সংস্কৃতি ও ধর্মের মিল আছে, যা ভৌগোলিকভাবে দূরে নয়, এবং যেখানে অতীতে অন্য স্বৈরশাসকরা আশ্রয় নিয়েছে।এছাড়া তারা সামরিকভাবে শক্তিশালী দেশকেই পছন্দ করেন। সাধারণত গণতান্ত্রিক দেশগুলোতে তারা আশ্রয় নেওয়ার চেষ্টা করেন না। অতীতে দেখা গেছে, মুসলিমপ্রধান দেশগুলো থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচারদের অনেকেই সৌদি আরবে আশ্রয় নিয়েছে। তবে অন্যান্য দেশে আশ্রয় নেওয়ার তালিকাও ছোটো নয়।...