ভোট গণনা কক্ষে প্রবেশের অভিযোগ উঠেছে ছাত্রশিবির নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েমের বিরুদ্ধে। মঙ্গলবার ভোট গণনার প্রক্রিয়া শুরুর সময় তার ভোট গণনা কক্ষে অবস্থানের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।পরে এ বিষয়ে প্রশ্নের মুখে পড়লে সাদিক কায়েম গণমাধ্যমকে বলেন, আমি সেখানে গিয়েছিলাম সেটা ৫টার দিকে। তবে আমি বেশিক্ষণ ছিলাম না। সর্বোচ্চ এক মিনিট ছিলাম। তার দাবি সেসময় তার সঙ্গে ছাত্রদল ও স্বতন্ত্র অন্য প্রার্থীরা ছিলেন।সেখানে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, বিকালের দিকে দেখি সব রিটার্নিং কর্মকর্তারা ভোটকেন্দ্র ত্যাগ করছেন। সেটা জানাতেই আমি সেখানে গিয়েছি।পরে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, বেশ কয়েকটি কেন্দ্রে এটা ঘটেছে, একজন ছাত্রদলপন্থি শিক্ষক অন্য শিক্ষকদের বলেছেন আপনারা তো সারাদিন কষ্ট করেছেন, এখন আপনারা চলে যান, আমরা...