মধ্যপ্রাচ্যে ইসরাইলের সামরিক অভিযান ক্রমেই বিস্তৃত আকার ধারণ করছে। এরই অংশ হিসেবে গত এক মাসে অন্তত ছয়টি আরব দেশে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। প্রতিদিনই ফিলিস্তিনের গাজায় তীব্র বোমাবর্ষণ চালানো হচ্ছে। পাশাপাশি লেবানন, সিরিয়া ও ইয়েমেনেও নিয়মিতভাবে বিমান ও ড্রোন হামলা করছে ইসরাইল। সোমবার তিউনিশিয়ায় গাজাগামী একটি মানবিক সহায়তার জাহাজেও সন্দেহভাজন ইসরাইলি ড্রোন হামলা চালায়। এছাড়া সর্বশেষ দোহাকে লক্ষ্য করে সামরিক হামলার ঘটনাও ইসরাইলের ক্রমবর্ধমান আঞ্চলিক সামরিক অভিযানের ইঙ্গিত দিচ্ছে। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইল। হামাস নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মঙ্গলবার কাতারের স্থানীয় সময় বিকালে দোহায় বিকট শব্দে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। এ সময় দোহার আকাশে কালো ধোঁয়া দেখা যায়। বিস্ফোরণের কিছুক্ষণ পর আইডিএফ এক বিবৃতিতে জানায়,...