ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বিভাগটির শিক্ষার্থীরা। এই বিভাগের ছয় ব্যাচে রয়েছেন মাত্র পাঁচজন শিক্ষক। মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা ‘সব কাজ চলমান তবে শিক্ষক নিয়োগে গাফিলতি কেন?’, ‘চারুকলায় অন্য বিভাগের শিক্ষক কেন?’, ‘সৎ, দক্ষ ও যোগ্য শিক্ষক চাই’সহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান। এ সময় তারা অতিদ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। জানা যায়, বিভাগটিতে চলমান ছয়টি ব্যাচের মোট ১৭টি ডিসিপ্লিনের শিক্ষা কার্যক্রম চলছে মাত্র ৫ জন শিক্ষক দিয়ে। এর মধ্যে প্রিন্ট মেকিং ডিসিপ্লিনের একজন শিক্ষকই সামলাচ্ছেন সব ব্যাচ। এছাড়া গ্রাফিক্স ডিজাইন এবং ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনে দুইজন করে মোট চারজন শিক্ষকে ভর করে খুঁড়িয়ে চলছে বিভাগটির ছয়টি ব্যাচের শিক্ষার্থীদের শ্রেণি...