গলব্লাডারে পাথরে আক্রান্ত এক রোগীর স্থলে পাইলস আক্রান্ত অন্য নারীকে অপারেশন করার অভিযোগ উঠেছে। বিষয়টি আঁচ করতে পেরে অপারেশন করা চিকিৎসক এবং নার্স হাসপাতাল ছেড়ে পালিয়ে যান। সোমবার রাতে ফরিদপুর শহরের সৌদি-বাংলা (প্রাইভেট) হাসপাতালে হ্যাপি নামের এক মহিলার পাইলস অপারেশন না করে পিত্তথলির অপারেশন করায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন ও ছাত্র নেতারা হাসপাতালের সামনে হাজির হন। এরপর রোগীকে হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনো ডাক্তার ও নার্স উপস্থিত না থাকায় সোমবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালটি তালা মেরে বন্ধ করে দেওয়া হয়েছে। হাসপাতালের ভর্তি রোগীদের সরিয়ে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় জেলা সিভিল সার্জনের উদ্যোগে মঙ্গলবার একটি তদন্ত কমিটি গঠন করা...