কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এই হামলা ছিল কাতারে অবস্থানরত হামাস নেতাদের হত্যার উদ্দেশ্যে পরিচালিত একটি লক্ষ্যভিত্তিক অভিযান। এটি প্রথমবারের মতো ইসরায়েলের কাতারে হামলা, যে দেশটি দীর্ঘদিন ধরে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদ এয়ার বেস অবস্থিত।ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় লক্ষ্যবস্তু করা হামাস নেতারা দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রম পরিচালনা করেছেন এবং ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের আক্রমণের জন্য সরাসরি দায়ী। সেনাবাহিনী দাবি করেছে, হামলার আগে বেসামরিক ক্ষতি কমাতে সুনির্দিষ্ট অস্ত্র ও অতিরিক্ত গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়েছে।অন্যদিকে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেছেন, “কাতার এ হামলাকে কাপুরুষোচিত, আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী এবং কাতারবাসী ও প্রবাসীদের নিরাপত্তার জন্য...