আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এদিকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের ১০ দিন পর এবং জাকসু নির্বাচনের মাত্র দুইদিন আগে ডোপ টেস্ট করার বিষয়কে প্রশাসনের অদূরদর্শীতা ও হঠকারী সিদ্ধান্ত বলে মনে করছেন প্রার্থীরা।আরো পড়ুন:ঢাকায় জব্দ মাদক ‘কিটামিন’, গন্তব্য ছিল ইতালিজাবিতে গাঁজা সেবনকালে বহিরাগতসহ ৩ শিক্ষার্থী আটক সোমবার (৯ সেপ্টেম্বর) নেওয়া নির্বাচন কমিশনের সিন্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জাকসু নির্বাচনের কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের প্রার্থীদের নমুনা সংগ্রহ শুরু হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নির্বাচন কমিশনের মনোনীত কর্তৃপক্ষের কাছে জাকসুর প্রার্থিতার তথ্য প্রদান করে প্রার্থীরা ডোপ টেস্টের নমুনা প্রদানের করে যাচ্ছেন। এর মধ্যে সকাল সাড়ে ৯টা থেকে...