প্রায় এক কোটি ২৫ লাখ বাংলাদেশি বিদেশে কাজ করছেন। আসছে জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু বলাটা যত সহজ, বাস্তবায়ন তত নয়। পোস্টাল ব্যালটের মাধ্যমে একদিনে ভোট দেওয়া সম্ভব নয় বলেই সরকার এখন ভাবছে তথ্যপ্রযুক্তিনির্ভর কোনো সমাধান—ডিজিটাল পোস্টাল ভোটিং বা অনলাইন ভোটিংয়ের কথা। প্রতিবছর গড়ে ১০ লাখ মানুষ কাজের খোঁজে দেশ ছাড়ছেন। এর বাইরেও বড় একটা সংখ্যা আছে, যারা পর্যটন ভিসায় গিয়ে আর দেশে ফেরেন না। সাম্প্রতিক মাসগুলোতে এর প্রতিক্রিয়া আমরা সরাসরি দেখেছি—বিভিন্ন দেশ বাংলাদেশিদের ভিসা দিতে অনিচ্ছুক হচ্ছে। অনেকে এটাকে আমাদের দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার দায় বলে ব্যাখ্যা করেন, কিন্তু আসল কারণটা অনেক সময় অন্য জায়গায়—এক দেশের ভিসা নিয়ে আরেক দেশে গিয়ে স্থায়ী হয়ে যাওয়া, আর কার্যত না ফেরা। অভিবাসন আসলে মানুষের প্রাচীন অভ্যাস। যাযাবর বেদুইন...