ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে নয়টি স্থানে যুবদল ও বিএনপির নেতাকর্মীরা পাহারা দিচ্ছে অভিযোগ করে ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেছেন, এতে ক্যাম্পাসে 'ভীতিকর পরিস্থিতি' তৈরি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আজকে নাটক মঞ্চস্থ হতে দেখলাম। “অভিযোগ করা হচ্ছে, বাইরের লোকজন নাকি আমাদেরকে পাহারা দিচ্ছে। আমাদের পাহারার দরকার হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পছন্দ করে। আমাদের শিক্ষার্থীরা যেভাবে মতামত দেবে, আমরা গ্রহণ করব। তিনি বলেন, “আমরা বরং দেখেছি, বিশ্ববিদ্যালয়ের চারপাশে নয়টি পয়েন্টে যুবদল ও বিএনপির কর্মীরা পাহারা দিচ্ছে। তাদের কর্মীরা সেলফি তুলে আপলোড দিয়ে লিখছে- ‘একটা সিগনালের অপেক্ষায় আছি, নেতা আহ্বান করলে ঢুকে যাব’। নীলক্ষেতে তাদের দুই গ্রুপ মারামারি পর্যন্ত করেছেন।” তার অভিযোগ, “আপনারা দেখেছেন, সারাদেশ থেকে লোকজন...