সবার আগে শেষ হচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। বুধবার (১০ সেপ্টেম্বর) শেষ ম্যাচে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিল ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৫টায় আর্জেন্টিনাকে আতিথেয়তা দিবে ইকুয়েডর। সাড়ে ৫টায় ব্রাজিল খেলবে বলিভিয়ার মাঠে। ইতোমধ্যে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ব্রাজিল ও আর্জেন্টিনাসহ ছয়টি দলের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে। শেষ ম্যাচটি এখন দুই দলের জন্য কেবল নিয়মরক্ষা আর বিশ্বকাপের প্রস্তুতির অংশ। ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচে আর্জেন্টিনাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি খেলছেন না সেটা আগেই জানা গেছে। চোট থেকে ফিরে বিশ্রাম নিতে এই ম্যাচে খেলছেন না তিনি। ফলে নিশ্চিতভাবেই শুরুর একাদশে পরিবর্তন আনবেন কোচ লিওনেল স্কালোনি। পরিবর্তন আসতে পারে আরও কয়েকটি। স্কালোনিকে সেই সাহসও দিচ্ছে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান। এখন পর্যন্ত মোট ৪১টি ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা...