ইসরায়েলি বাহিনী এবার কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদের হত্যার চেষ্টা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামাসের একটি সূত্র জানিয়েছে, আলোচনাকারী দল যখন মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থাপিত গাজা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিল তখনই এই হামলা চালানো হয়। কাতার কাপুরুষোচিত ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে, এটিকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। হামলার বিষয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েলি বিমান হামলা কাতারের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রকাশ্য লঙ্ঘন। তিনি আরও বলেছেন, , যুদ্ধবিরতির সম্ভাবনা নষ্ট করার পরিবর্তে গাজা যুদ্ধে সকল পক্ষকে স্থায়ী যুদ্ধবিরতির জন্য কাজ...