অপ্রীতিকর পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দুটি কেন্দ্রে ভোট গণনা শুরু হতে দেরি হয়েছে। তবে বর্তমানে কেন্দ্র দুটিতে ভোট গণনা চলছে। কেন্দ্র দুটি হলো, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র। কেন্দ্র দুটির সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম ভোট গণনার সময় লোকবল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ঢুকে পড়েন। তার কেন্দ্রে উপস্থিত হওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কেন্দ্রটিতে ভোট গণনা শুরু...