ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ‘নির্বাচন বানচালের অপচেষ্টা’ চলছে বলে অভিযোগ করেছেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই প্রহসনমূলক চেষ্টা শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না। সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচন আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষার মৌলিক ইস্যু। এ নির্বাচন যারা বানচালের চেষ্টা করবে শিক্ষার্থীরা তাদের ঐক্যবদ্ধভাবে রুখে দেবে। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের অবস্থান স্পষ্ট। যারা নির্বাচন বানচাল করতে চায়, তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। তাদের গ্রেপ্তার করতে হবে, থানায় পাঠাতে হবে এবং যাদের নির্দেশনায় এ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, তাদেরও খুঁজে বের করতে হবে। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান,...