গত বছরের জুলাইয়ে যখন চতুর্থবারের মতো নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কেপি শর্মা অলি, তখন তার বয়স ৭৩। কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউনিফায়েড মার্কসিস্ট–লেনিনিস্ট) বা সিপিএন–ইউএমএল-এর এই অভিজ্ঞ নেতা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন দুর্নীতি ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের। ভারত ও চীনের মাঝখানে অবস্থিত স্থলবেষ্টিত দেশ নেপালের জন্য তিনি তখন আশা জাগানো নেতৃত্ব ছিলেন। কিশোর বয়স থেকেই অলির রাজনৈতিক পথচলা শুরু। রাজতন্ত্রবিরোধী আন্দোলনে সক্রিয় থাকার কারণে তাকে ১৯৭০ ও ১৯৮০-এর দশকে দীর্ঘ ১৪ বছর কারাভোগ করতে হয়। এই কারাবাসই তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও জনমানসে দৃঢ়প্রতিজ্ঞ বিপ্লবীর ভাবমূর্তি তৈরি করে। ১৯৫২ সালে পূর্ব নেপালে জন্ম নেওয়া অলির শৈশব ছিল দুর্দশাপূর্ণ। মাত্র চার বছর বয়সে গুটি বসন্তে তার মা মারা যান। ভয়াবহ বন্যায় বাস্তুচ্যুত হয়ে পরিবারকে অন্যত্র চলে যেতে হয়। শৈশবের এই দুঃসহ অভিজ্ঞতা...