‘আমরা স্পষ্ট করে বলতে চাই, ভোট কাউন্টিংয়ের ক্ষেত্রে কোনও অনিয়ম বরদাস্ত করা হবে না’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে তিনি এসব কথা বলেন। মেঘমল্লার বসু বলেন, ‘আজ ডাকসুর নির্বাচনের দিন ছিল, ডাকসুর নির্বাচনের যে পরিস্থিতি সে সম্পর্কে আপনারা অবগত। কয়েকটি বিষয় সম্পর্কে জানানো খুব জরুরি। আজকের ডাকসুর নির্বাচন ঘিরে নানা ধরনের অনিয়ম এবং কারচুপির ঘটনা আপনাদের দৃষ্টিগোচর হয়েছে। এরমধ্যে কয়েকটি ঘটনা বলা খুব জরুরি।’ তিনি বলেন, ‘অমর একুশে হলে ব্যালট ছিল, সেগুলো আগে থেকে ভরাট করে যে বাক্স ভর্তি করার কর্মকাণ্ড করা হয়েছে। এছাড়াও আমরা দেখেছি রোকেয়া হলে ভিপি এবং জিএস পদে এস এম ফরহাদ এবং সাদিক কাইয়ুয়ের নাম...