ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে উত্তেজনার সৃষ্টি হয় সহকারী প্রক্টর ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন মোনামিকে ঘিরে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসুর জিএস পদে ছাত্রদল–সমর্থিত প্রার্থী শেখ তানভির বারী হামিমের সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এ সময় মোনামি পদত্যাগের হুমকি দিলে হামিম পাল্টা বলেন, “আপনি পদত্যাগ করলে আমার কী?” পরে ছাত্রদলের আরও কিছু নেতাকর্মীও উত্তেজিত হয়ে ওঠেন।ঘটনার পর নিজের অবস্থান ও কষ্টের কথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তুলে ধরেন মোনামি। বাংলা ও ইংরেজি মিশিয়ে ফেসবুক স্ট্যাটাস লিখেছেন এই আলোচিত শিক্ষক। তিনি ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছিলেন। অভ্যুত্থানের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি বক্তব্য ব্যাপক ভাইরাল হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন, ‘যে শিবির মুহির মতো মানুষ তৈরি করে আমি নির্দ্বিধায় বলতে পারি সে শিবিরই সবচেয়ে সেরা।’মোনামি...