ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে লোকজনের জমায়েত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। নির্বাচনি বিধিনিষেধের কারণে বহিরাগত কাউকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী, এর ফলে তারা সেখানেই অবস্থানে রয়েছেন। ব্যক্তিপর্যায়ে অবস্থানকারীদের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তারা রাজনৈতিক দলের নেতাকর্মী বলে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ডাকসুর ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের ভাষ্য, নীলক্ষেত, শাহবাগ, চানখারপুলে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ‘সংঘবদ্ধভাবে অবস্থান’ নিয়েছে। অপরদিকে শিবির প্যানেলের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের অভিযোগ, নয়টি পয়েন্টে যুবদল এবং বিএনপির নেতাকর্মীরা পাহারা দিচ্ছেন। মঙ্গলবার দিনভর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণের পর এখন চলছে গণনা। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। এ সময়...