‘এই মুহূর্তে আমার খুব ঘুম পাচ্ছে’, এশিয়া কাপের অধিনায়কদের সংবাদ সম্মেলনে হাসি মুখে বললেন চারিথ আসালাঙ্কা। জিম্বাবুয়েতে টানা দুই দিনে ম্যাচ খেলার পর দক্ষিণ আফ্রিকা হয়ে দুবাইয়ে গিয়ে শ্রীলঙ্কা অধিনায়কের শরীরে ভর করেছে ক্লান্তি। এমন ঠাসা সূচিকে ক্রিকেটারদের জন্য একদমই আদর্শ মনে করছেন না তিনি। আফগানিস্তান অধিনায়ক রাশিদ খানেরও একই মত। তবে বাস্তবতাও তুলে ধরলেন তিনি। তারকা এই লেগ স্পিনারের মতে, পেশাদার ক্রিকেটারদের এসব মেনে নিয়েই খেলা চালিয়ে যেতে হবে। গত শনি ও রোববার জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলেছে শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জয়ের পরই শুরু হয়ে যায় তাদের ভ্রমণ। ম্যাচের পর হোটেলে ফিরে ব্যাগ গুছিয়ে রওনা দিতে হয় দুবাইয়ের উদ্দেশ্যে। দীর্ঘ যাত্রা শেষে গন্তব্যে পৌঁছেও বিশ্রামের সুযোগ নেই আসালাঙ্কার। এশিয়া কাপে অংশ নেওয়া দলগুলোর অধিনায়কদের মঙ্গলবারের ফটোসেশন...