চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু হত্যা মামলায় গ্রেফতার ৭ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন আদালত এ রিমান্ডের আদেশ দেন। আসামিরা হলেন- মো. দেলোয়ার হোসেন ওরফে সেভেন দেলু, মো. আলম, মো. মহিউদ্দিন ওরফে গোলাপ, মো. হাসান ওরফে কিরিচ হাসান, মো. মোবারক হোসেন বাপ্পি, মো. শাহীন ও মো. কামরুল ইসলাম। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বলেন, আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু হত্যা মামলায় গ্রেফতার ৭ জনের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালতে আসামি ও মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে শুনানি শেষে ৭ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন। তার মধ্যে মো. দেলোয়ার হোসেন ওরফে সেভেন দেলুর ৩ দিন, মো. আলম, মো. হাসান প্রকাশ কিরিচ...