ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিএনপি-জামায়াতের হয়ে কাজ করছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিসি, প্রক্টর, ডিনসহ বিভিন্ন পদের কর্মকর্তারা জামায়াত-বিএনপির হয়ে ভাগাভাগি করে কাজ করছেন। তারা তাদের স্বার্থে কাজ করছেন। তারা ভাগ-বাটোয়ারা করে আজকের ভোট করছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৮টায় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে তারা একথা বলেন।আব্দুল কাদের বলেন, ছাত্রদের রক্তের ওপর যে গণঅভ্যুত্থান এবং আজকের বাংলাদেশ সেখানে আজকে জামায়াত-বিএনপি সব জায়গায় কাজ করছেন।বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের এ ভিপি প্রার্থী বলেন, জামায়াত-বিএনপি মানে ক্ষমতার ভাগাভাগি। সুনির্দিষ্ট নীতিমালা কেউ মানেনি।বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে জামায়াত-বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপির পাশাপাশি শিবিরও লোকজন জড়ো করেছে।বার্তাবাজার/এমএইচ ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিএনপি-জামায়াতের হয়ে কাজ করছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের। তিনি...