০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম খেল খতম হলো ক্ষমতালোভী আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আলতাফের। সিলেট বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের চেয়ারে জোরে বসে ছড়ি ঘুরাতে ব্যস্ত হয়ে উঠেছিলেন তিনি। এরপর শুরু হয় নাটকীয়তা। শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি তিনি। তার চেয়ারম্যানের চেয়ারে বসার খায়েশে স্থগিত করেছেন আদালত। প্যানেল চেয়ারম্যান-১ ও আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের নিজের দায়ের করা রিট আবেদন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এখন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি ফারাহ মাহবুব গত ৮ জুলাই এই স্থগিতাদেশ দেন। এর ফলে প্রশাসনের পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী, বিয়ানীবাজার উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা প্রশাসনিক...