০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পর্দা উঠল ১৭তম এশিয়া কাপ ক্রিকেটের। টি-টোয়েন্টি ফরম্যাটে এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও হংকং। আবু ধাবিতে মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। এবারের এশিয়া কাপে ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। ‘এ’ গ্রুপে আছে-ভারত, পাকিস্তান, আরব আমিরাত ও ওমান। ‘বি’ গ্রুপে আছে- বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ১৯ সেপ্টেম্বর শেষ হবে গ্রুপ পর্বের ম্যাচ। দুই গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোরে খেলার টিকিট পাবে। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোর পর্ব। সুপার ফোরে একে অপরের বিপক্ষে একবার করে খেলবে দলগুলো। সুপার ফোরের সেরা দুই দল ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা...