২০২৬ সালের পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। আইসিসি এখনো চূড়ান্ত সূচি ঘোষণা না করলেও সম্ভাব্য সময়সীমা জানিয়ে দিয়েছে অংশগ্রহণকারী দেশগুলোকে। এ আসরের যৌথ আয়োজক হবে ভারত ও শ্রীলঙ্কা। আর প্রতিযোগিতায় অংশ নেবে মোট ২০টি দল। টুর্নামেন্টের ম্যাচগুলো আয়োজন করা হবে ভারতের অন্তত পাঁচটি এবং শ্রীলঙ্কার দুটি ভেন্যুতে। ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে আহমেদাবাদ বা কলম্বোতে। এটা নির্ভর করবে পাকিস্তান ফাইনালে ওঠে কিনা তার ওপর। কারণ, রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে খেলতে যাচ্ছে না।আরো পড়ুন:মন্টেনেগ্রোকে উড়িয়ে দিলো মদ্রিচরামেরিনোর হ্যাটট্রিকে তুরস্ককে উড়িয়ে দিলো স্পেন এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫টি দল নিশ্চিত হয়েছে। দলগুলো হলো- ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউ জিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড,...