০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মহারাপাড়া (গোরাকঘাটা জনতা বাজার সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা কালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন- নৌবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের টিম। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলের মালিক এবং চালকদের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় মোট ১৪,৫০০ টাকা (চৌদ্দ হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আবু বাকেরের...