বলিউডের কুংফুখ্যাত অভিনেতা টাইগার শ্রফের সিনেমা 'বাগী ৪' সম্প্রতি মুক্তি পেয়েছে। মুক্তির চার দিনেই সিনেমাটি ৩০ কোটি রুপির বেশি আয় করলেও আশানুরূপ সাফল্য লাভ করেনি বলে ভীষণ মন খারাপ অভিনেতার। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘বাগী ৪’। এর মধ্যেই নিজের বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিলেন তিনি। এর আগে ২০১৬ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘বাগী’ বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করে। সেই ধারাবাহিকতায় ‘বাগী ২’ সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যায়। তবে করোনাকালে ‘বাগী ৩’ সিনেমাটি মুখ থুবড়ে পড়ে। চরম ভরাডুবি হয়। ‘বাগী ৪’ সেই ধারাবাহিকতা যেন অব্যাহত রইল। অথচ 'বাগী ৩ ব্যর্থতার পর 'বাগী ৪' সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। ট্রেলারেই আলোচনায় আসে টাইগারের রক্তাক্ত লুক। নজর কাড়েন বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্তও। দক্ষিণী পরিচালক এ হর্ষার পরিচালনায় বলিউডে আত্মপ্রকাশ...