বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালক হিসেবে পা রাখতে চলেছেন। গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) তার প্রথম পরিচালনায় ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর ট্রেলার প্রকাশ্যে এসেছে । সিরিজটি প্রযোজনা করেছে গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সহনির্মাতা হিসেবে আছেন বিলাল সিদ্দিকী ও মানব চৌহান। কোনো ব্যাঘাত না ঘটলে আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এ তারকাবহুল ওয়েব সিরিজ। সোমবার আনুষ্ঠানিকভাবে ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর ট্রেলার মুক্তি পাওয়ার পরপরই সামাজিক মাধ্যমে ঝড় ওঠে। দর্শকরা একদিকে যেমন প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন আরিয়ানের স্টাইলিশ সিনেমা-মেকিংকে, ঠিক তেমনি উন্মুখ হয়ে অপেক্ষা করছেন সিরিজটি দেখার জন্য। মুক্তি পাওয়া ট্রেলারে দেখা গেছে, ভরপুর ড্রামা, নাচ, গান, রঙিন বিনোদনের পশলা। গোটা বিষয়টির ওপর ব্যাকরণ মেনে রয়েছে একেবারে বলিউডি ফিল্মি ছোঁয়া। ট্রেলারে দেখা গেছে, লক্ষ্য অভিনীত...